ভারতে ধর্ষণ বিরোধী বিল পাস
ভারতে পার্লামেন্টের উচ্চকক্ষে বৃহস্পতিবার ধর্ষণ বিরোধী বিল পাস হয়েছে । দুদিন আগে নিম্নকক্ষ লোকসভায়ও বিলটি পাস হয় ।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে ‘দ্য ক্রিমিনাল ল (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৩’ রাজ্যসভায় তোলেন।
দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রী ধর্ষিত হয়ে মারা যাওয়ার ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছে বলে উল্লেখ করেন শিন্ডে।
সাহসী ওই মেয়ে তার আত্মমর্যাদার জন্য লড়াই করেছে উল্লেখ করে শিন্ডে বলেন, “আমরা শিগগিরই বিলটি পাস করে তাকে অন্তত সম্মানটুকু জানাতে পারি।”
গত বছর ডিসেম্বরে ওই মেয়েটি মারা যায়ঢ। এর পর ভারতজুড়ে ধর্ষণ বিরোধী আইন আরো কঠোর করার দাবি ওঠে।