বিএনপি বাদে সর্বদলীয় সরকার হবে না

রিপোর্টার, এবিসি নিউজ বিডি, নোয়াখালীঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। এজন্য আমাদের নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন। আমরা মনে করি প্রধান বিরোধীদল বিএনপিকে বাদ দিয়ে সর্বদলীয় সরকার হয় না। কিন্তু দুঃখের বিষয় বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এখনও দাওয়াত গ্রহণ করেননি আবার ফিরিয়েও দেননি। শনিবার নোয়াখালী জেলা আ’লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যারিস্টার মওদুদ সাহেব বলেছেন, আন্দোলন ও সংলাপ এক সঙ্গে চলবে। এটা হয় না।

মন্ত্রী বলেন, মওদুদ সাহেবসহ ১৮ দলের যারা মিটিংয়ে বসে আন্দোলনের রূপ রেখা ঘোষণা করেন, রাজপথে তাদের কেউ দেখে না। মওদুদ সাহেবকেও কেউ এ পর্যন্ত দেখেননি।

মন্ত্রী গণতন্ত্রের টেকসই রূপ দেওয়ার স্বার্থে বিরোধী দলকে আগামী নির্বাচনে অংশ নেওয়ার আহবান জানান। ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী-৪ আসনের এমপির রূপরেখায় আমি বৃহত্তর নোয়াখালীর উন্নয়নে সাড়ে চারশ কোটি টাকার একটি বরাদ্দ পাস করিয়েছি। তিনি উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান।  মন্ত্রী বলেন, যারা নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে, তাদের অপকর্মের বিচারের দায়িত্ব নোয়াখালীবাসীকে দিয়ে গেলাম।

এ সময় জেলার ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল আনম সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী। এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, আবু তাহের, আবদুল মোমিন বিএসসি, আবুল কাসেম জিএস, আতাউর রহমান নাছের।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ