ফোনালাপ প্রকাশ আলোচনা বিঘ্নিত করেছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শেখ হাসিনা এবং খালেদা জিয়ার ফোনালাপ সংবাদ মাধ্যমে প্রকাশ সংলাপকে বাধাগ্রস্ত করেছে বলে মনে করেন বিএনপি নেতারা৷ আর আওয়ামী লীগ নেতারা মনে করেন, দুই নেত্রী রাজনৈতিক সংকট নিয়ে কি কথা বলেছেন তা দেশের মানুষের জানার অধিকার আছে৷

দুই নেত্রীর টেলিফোন সংলাপ সংবাদ মাধ্যমে প্রকাশ নিয়ে বিতর্ক অব্যাহত আছে৷ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ফোনালাপ ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন৷ আর এনিয়ে হাইকোর্টে একটি রিটও হয়েছে৷

বিএনপি’র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেছেন, তথ্য প্রযুক্তি আইনে ফোনালাপ প্রকাশ আইন বিরুদ্ধ৷ আর এর জন্য তিনি দায়ী করেছেন তথ্যমন্ত্রীকে৷

তিনি বলেন, ‘তথ্যমন্ত্রী দুপুরে বললেন ফোনালাপ প্রকাশের কথা আর রাতেই তা সংবাদ মাধ্যমে চলে গেল৷ এটাই বড় প্রশ্নের জন্ম দিয়েছে৷’

তিনি দাবি করেন, ‘দুই নেত্রীর সংলাপ বাধাগ্রস্ত করতেই তথ্যমন্ত্রী কথোপকথনের অডিও ফাঁস করেছেন৷’

বিএনপি’র এ নেতা বলেন, ‘এজন্য তারা এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়ার চিন্তা করছেন না৷ এ কথোপকথন প্রকাশ দেশের মানুষের জন্য ক্ষতিকর হয়েছে৷’

তবে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আগেই দাবি করেছেন, ‘এই ফোনালাপ প্রকাশের ব্যাপারে তিনি কিছুই জানেন না৷ আর যদি কেউ রেকর্ড করে প্রকাশ করে থাকে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে৷’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অবশ্য বলেছেন, ‘দুই নেত্রীর ফোনালাপ কোনো গোপন বিষয় নয়৷ তারা দেশের বর্তমান সংকট নিয়ে কি বলেছেন তা জানার অধিকার দেশের মানুষের আছে৷’

এদিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শ ম রেজাউল করিম জানান, ‘বাংলাদেশের প্রচলিত আইন এবং তথ্য প্রযুক্তি আইনে টেলিফোন সংলাপ রেকর্ড এবং তা প্রকাশে সরাসরি কোনো বাধা নেই৷ তবে কেউ এতে ক্ষতিগ্রস্ত হলে আইনি প্রতিকার চাইতে পারেন৷’

নাম প্রকাশে অনিচ্ছুক একজন তথ্য প্রযুক্তিবিদ জানিয়েছেন ভিন্ন তথ্য৷ তিনি বলেন, ‘আইনে ফোনালাপ রেকর্ড করার অধিকার আইনি কর্তৃপক্ষকে দেওয়া আছে৷ আর তা প্রকাশের জন্য অনুমতির প্রয়োজন৷’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ