পরীক্ষার সময় হরতাল বন্ধে হাইকোর্টে আবেদন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পাবলিক পরীক্ষার সময় হরতাল অবরোধ না দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি সম্পুরক আবেদন করা হয়েছে।
এ বিষয়ে বিচারাধীন একটি রিটে জারি করা রুলের সম্পূরক আবেদন হিসাবে রিটকারী ইউনুস আলী আকন্দ রোববার এ আবেদন করেন।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেয়া হয়েছে। এখন কোনো একটি বেঞ্চে বিষয়টি শুনানির জন্য তোলা হবে।
আবেদনে প্রাথমিক সমাপনী পরীক্ষা, ইবতেদায়ি, জেএসসি, জেডিসি, এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম, ও লেভেল এবং এ লেভেল পরীক্ষার সময় বিবাদী ও রাজনৈতিক দলগুলোর প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এবং শিক্ষা ও স্বরাষ্ট্র সচিবকে এ রিটে বিবাদী করা হয়েছে।
রিটের প্রাথমিক শুনানির পর গত বছরের ২ মে হাই কোর্ট একটি রুল জারি করে। ‘পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল ডাকা কেন অবৈধ ঘোষণা করা হবে না’- তা জানতে চাওয়া হয় ওই রুলে।
একইসঙ্গে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল না দিতে কেন নির্দেশ দেওয়া হবে না- তাও জানতে চায় আদালত।