সমাবেশে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের জনসভা। সভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিকাল সাড়ে ৩টায় জনসভাস্থলে তিনি পৌঁছার সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা শ্লোগানে শ্লোগানে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছা জানান।

জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। খালেদার সঙ্গে আছে জামায়াত ও হেফাজত। জামায়াত মুক্তিযুদ্ধের সময় মা বোনদের পাকসেনাদের হাতে তুলে দিয়েছিল। আর হেফাজতের তেতুল হুজুর নারীদের নিয়ে বিভিন্ন ধরনের অশ্লীল কথা বলেছেন। নারীর অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছেন। এসময় তিনি নৌকা মাকায় ভোটের আহ্বান জানান। দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, শেখ হাসিনা যখন বলেছেন তখন নির্বিাচন সংবিধান অনুযায়ীই হবে। আসমান ভেঙে জমিতে মিশলেও সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে।

তোফায়েল আহমেদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে খালেদা জিয়া সমাবেশ করে জামায়াত শিবিরের মুক্তি দাবি জানিয়েছেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ