তদন্ত কাজে বাধা দিচ্ছে পশ্চিমারা: রাশিয়া
যুক্তরাষ্ট্র এবং তার মিত্র পশ্চিমা শক্তিগুলো সিরিয়ায় রাসায়নিক হামলার তদন্ত কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। এ হামলার তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গত মঙ্গলবার সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের ‘খান আল-আসাল’ এলাকায় বিষাক্ত গ্যাস-ভর্তি মর্টারের গোলা নিক্ষেপ করলে কমপক্ষে ২৫ জন নিহত ও একশর বেশি মানুষ আহত হন। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। সিরিয়ায় তৎপর বিদ্রোহীরা এ হামলা চালিয়েছে বলে সরাসরি অভিযোগ তুলেছে দেশটির সরকার। সেই সঙ্গে আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন বুধবার নিরাপত্তা পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্টের আহ্বানের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, তার দেশও চায় আলেপ্পোয় রাসায়নিক হামলার আন্তর্জাতিক তদন্ত হোক। কিন্তু ব্রিটেন এবং ফ্রান্সের রাষ্ট্রদূতরা বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্ক ও আলেপ্পো প্রদেশে দুটি রাসায়নিক হামলার অভিযোগ পাওয়া গেছে এবং দুটিরই তদন্ত হতে হবে। এর বিপরীতে চুরকিন বলেছেন, এ পর্যন্ত একটিই অভিযোগ পাওয়া গেছে এবং তার তদন্ত হওয়া দরকার।