এক সপ্তাহের মধ্যে মন্ত্রীদের পদত্যাগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সর্বদলীয় মন্ত্রিসভা গঠনের জন্য এক সপ্তাহের মধ্যে মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘আমি আমার পদত্যাগপত্র লিখে রেখেছি। যে কোনো সময় জমা দেব।’

সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

যোগাযোগমন্ত্রী বলেন, ‘চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে সর্বদলীয় সরকার গঠন করা হবে। আমরা চাই বিএনপি এ সরকারে তাদের সদস্যদের নাম প্রস্তাব করবে।’

তিনি বলেন, ‘বিএনপিকে প্রধান প্রতিপক্ষ মনে করে আওয়ামী লীগ নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। গণতন্ত্র যদি খাদে পড়ে তাহলে রাজনীতিকরা খাদে পড়বে। এ জন্য গণতন্ত্র রক্ষায় রাজনীতিবিদদের কাজ করতে হবে।’

সর্বদলীয় সরকারের আকার কী ধরনের হবে এমন প্রশ্নের জবাবে  মন্ত্রী বলেন, ‘এর আকার ছোট হবে। তবে কতজন সদস্য থাকবেন তা প্রধানমন্ত্রী বলতে পারেন।’

তিনি বলেন, ‘পদত্যাগপত্র আগে প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। তার পর প্রধানমন্ত্রী কাকে মন্ত্রিসভায় রাখবেন তা ঠিব করবেন।তবে যারা মন্ত্রী থাকবেন তাদের শপথ করা লাগবে না। আর যারা নতুন মন্ত্রী হবেন তাদের শপথ নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মানুষ এখন অশান্তি চায় না, মানুষ এখন শান্তিপূর্ণ নির্বাচন চায়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ