হরতালে দেশ ৬০ বছর পিছিয়েছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধী দলের হরতালের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিরোধী দলের নৈরাজ্যে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে। তাদের অযৌক্তিক ৬০ ঘণ্টার হরতালে দেশ ৬০ বছর পিছিয়ে পড়েছে।’
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকালে হরতালবিরোধী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, ‘বিরোধী দল হরতালের আগের রাতে আতঙ্ক সৃষ্টি করে মানুষকে ঘরে আটকে রাখতে চায়। তারা বিচারপতির বাসায় হামলা করে। হামলা চালায় গণমাধ্যমের ওপর। তাদের সহিংসতা থেকে রক্ষা পায়নি সাধারণ মানুষসহ কোমলমতি শিশুরাও।’
তত্ত্বাবধায়কের দাবিতে বিরোধী দলের অন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। তাই এ সরকার পদ্ধতি হাইকোর্ট বাতিল করেছেন। কাজেই তত্ত্বাবধায়কের দাবিতে কোনো আন্দোলন সফল হবে না।’ আন্দোলন কীভাবে সফল করতে হয় তা আওয়ামী লীগের কাছে শিখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি কার্যালয়ে মিথ্যাচারিতা শেখানো হয়। মিথ্যচারিতায় দেশ চালানো যায় না, দেশের মানুষকে পাশে পাওয়া যায় না।’
সংলাপ প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে দীপু মনি বলেন, ‘সংলাপ প্রস্তাব অব্যাহত আছে। বিরোধী নেত্রী চাইলে সংলাপ হবে। তবে তাদের সহিংসতা পরিহার করতে হবে। কারণ সংলাপ ও সহিংসতা একত্রে চলতে পারে না।’
নির্বাচনে আওয়ামী লীগ সরকারের স্বচ্ছতা দাবি করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত প্রতিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে।আগামী নির্বাচনও সুষ্ঠু হবে। তাই বিরোধী দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-দলের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এনামুল হক শামিম, নজরুল ইসলাম বাবু, হাজী সেলিম প্রমুখ।