নির্বাচন না হলে দায় খালেদার

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী জানুয়ারীতেই নির্বাচন হতে হবে। আর কোন কারণে নির্বাচন না হলে তার দায়ভার বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে। এতে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে।’

রাজধানীর মতিঝিলের বলাকা চত্ত্বরে বুধবার জাতীয় শ্রমিক লীগ আয়োজিত হরতাল বিরোধী এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘সংবিধান অনুযায়ী সর্বদলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এই সর্বদলীয় সরকারে প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি না এলেও এ নির্বাচন হবে।’

হরতাল নৈরাজ্যে পরিহার করে বিরোধী দলকে সর্বদলীয় সরকারে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। তাই গণতান্ত্রিক ভাবেই নির্বাচন হবে। এই নির্বাচনে সকল বিরোধী দল অবশ্যই অংশগ্রহন করবে।’

তিনি বিরোধী দলীয় নেত্রীকে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামে সঙ্গ ত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাস, বোমাবাজি, জ্বালাও পোড়াও বন্ধ করুন। আর তা না হলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।’

জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শুক্কুর মাহামুদের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ