শেষ মুহূর্ত পর্যন্ত সংলাপের অপেক্ষা বিএনপির

সিনিয়র রিপোর্টার,  এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপি শেষ মুহূর্ত পর্যন্ত সংলাপের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের শেষ দিন বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তার কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে এসব কথা বলেন ফখরুল।

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিএনপিকে জড়িয়ে সিএনএনের রিপোর্টের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্যে এ বক্তব্য দিয়েছেন। এ সংবাদটি সিএনএন’এর নয়। আই রিপোর্টে প্রকাশিত হয়েছে। যে স্থানে যে কেউ লিখতে পারেন এবং এর দায়দায়িত্ব সিএনএন নেয় না।’

ফখরুল বলেন, ‘বিডিআর বিদ্রোহের ঘটনায় সরকারি যে তদন্ত রিপোর্ট তা সম্পূর্ণ প্রকাশ করা হয়নি। এছাড়া সেনাবাহিনীর তদন্ত রিপোর্টও প্রকাশ হয়নি।’

তিনি বলেন, ‘বিডিআর বিদ্রোহের পর অনেক অনলাইনে এ ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের লোক জড়িত বলে সংবাদ প্রকাশ হলেও আমরা তার ওপর ভিত্তি করে কোনো কথা বলিনি। অথচ স্বয়ং প্রধানমন্ত্রী যখন এ ধরনের ভিত্তিহীন কথা বলেন তখন তার ওপর আমাদের আস্থা রাখার কোনো কারণ আছে বলে মনে করি না।’

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বলে দাবি করেন ফখরুল।

তিনি বলেন, ‘পত্রিকাটি কয়েক দিন আগে ‘তারেক রহমানের সঙ্গে আইএসআইয়ের সম্পর্ক রয়েছে’ এমন সংবাদ প্রকাশ করে। এটা সম্পূর্ণ হীন উদ্দেশ্যে করা হয়েছে।’

বিএনপির পক্ষ থেকে এ সংবাদের প্রতিবাদ পাঠানো হয়েছে এবং আজকে তা আনন্দবাজার প্রকাশ করছে বলেও জানান ফখরুল।

সারাদেশে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হরতাল পালিত হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘হরতাল সমর্থকদের ওপর প্রশাসন ও সরকার দলীয় ক্যাডাররা হামলা চালিয়ে আহত করেছে। এছাড়া অনেককে গ্রেফতার করেছে পুলিশ।’ হামলা-মামলার এ সব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ