রোববার সিলেটে জামায়াতের আধাবেলা হরতাল

image_29325

সিলেট: বিশ্বনাথে জামায়াত-পুলিশ সংঘর্ষের সময় পুলিশের গুলিতে জামায়াতকর্মী গোলাম রব্বানী নিহত হওয়ার প্রতিবাদে সিলেটে আগামী রোববার আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টায় মহানগর জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে হরতাল ডাকার বিষয়টি সংবাদ মাধ্যমে জানানো হয়।

সিলেটের জামায়াতের মুখপাত্র মাওলানা ফখরুল ইসলাম বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে আরো জানানো হয়, শুক্রবার দোয়া দিবস ও শনিবার সিলেটের সব উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথে পুলিশের গুলিতে নিহত জামায়াত কর্মী গোলাম রব্বানীর প্রথম নামাজে জানাজা সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় তার নিজ বাড়ি বিশ্বনাথের পাখিছিরি গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, জামায়াতের সিলেট মহানগর আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে সিলেটে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে জামায়াত।

হরতাল চলাকালে বিশ্বনাথ উপজেলা সদরে জামায়াত-পুলিশ সংঘর্ষে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে জামায়াতকর্মী গোলাম রাব্বানী নিহত হন। এ ঘটনায় পাঁচ পুলিশসহ আরো ২০ জন আহত হন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ