১৫২ জনকে ফাঁসির রায়ে নাভি পিল্লাই এর উদ্বেগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ পিলখানা হত্যা মামলায় ১৫২ জনকে ফাঁসির রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান নাভি পিল্লাই। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন। খবর-ইউএনবি কানেক্ট।

বিবৃতিতে নাভি পিল্লাই বলেন, বিডিআর বিদ্রোহের সময় সংঘটিত হত্যাযজ্ঞ নি:সন্দেহে একটি জঘন্য অপরাধ ছিল।আমি সেসময় নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি এখনো সমবেদনা জানাই। যারা এসব হত্যাকোন্ডের সঙ্গে জড়িত থাক না কেন তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত।

তিনি বলেন, কিন্তু বিচারে এত বিশাল সংখ্যক আসামীকে ফাঁসির রশিতে ঝুলিয়ে কখনো ন্যয়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়। আটকের পর আসামীদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কিনা বিশেষ করে বিদ্রোহের পর রাষ্ট্রীয় হেফাজতে যেসব বন্দীর মৃত্যু হয়েছে তা পুনরায় তদন্তের আহ্বান জানান নাভি পিল্লাই।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ