নিষেধজ্ঞা প্রত্যাহারের নির্দেশ কবে?
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ রাজধানীতে সভা-সমাবেশের ওপর থেকে নিষেধজ্ঞা প্রত্যাহারের পরবর্তী নির্দেশ কবে। স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিমন্ত্রী, মহা-পুলিশ পরিদর্শক, ডিএমপি কমিশনার কেউই জানেন না। অথচ একই দিনে ডাকা যে সমাবেশ দুটিকে কেন্দ্র করে নাশকতার আশংকা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই নিষেধজ্ঞা দেওয়া হয়েছিল, সেই সমাবেশ দুটিও শেষ হয়েছে কোন প্রকার সহিংশতা ছাড়াই। তবুও প্রত্যাহার হয়নি নিষেধজ্ঞা। ১৮ দিনেও রাজধানীতে মুক্ত হয়নি গণতন্ত্র।
আলোচিত ২৫ অক্টোবর রাজপথ নিজেদের দখলে রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ও প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমাবেশ আহবান করে। এই সমাবেশ সফল করতে প্রধান দুই ররাজনৈতিক দলের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু হয়। এর দু’দিন পর ১৯ অক্টোবর নাশকতার আশংকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সকল প্রকার সভা-সমাবেশ, মানববন্ধন, মিছিল, লাঠি মিছিল ও অবস্থানের উপর নিষেধজ্ঞা দেওয়া হয়। ১৮ দলীয় জোট ডিএমপির এই নিষেধজ্ঞা প্রত্যাহারের আহবান জানিয়ে পূর্ব ঘোষিত ২৫ অক্টোবর সমাবেশ করার সকল প্রস্তুতি সম্পন্ন করে। পরে অবশ্য ডিএমপি এই সমাবেশের অনুমতি প্রদান করে। এর ৮ দির পর ৩ নভেম্বর ডিএমপির অনুমতি নিয়ে সমাবেশ করে মহাজোট। প্রধান এই দুই জোটের সমাবেশে কোন প্রকার নাশকতা না হলেও নিষেধজ্ঞার ১৮ দিন পরও তা প্রত্যাহার করেনি ডিএমপি।
১৯ অক্টোবর ঢাকা মেট্রোাপলিপন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ এক বিজ্ঞপ্তিতে রাজধানীতে সভ-সমাবেশের উপর নিষেধজ্ঞা জারি করেণ। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘যেহেতু ঢাকা মেট্রোপলিটন এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন, তাই ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ও/৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে ২০ অক্টোবর সকাল ৬ টা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, গণ-অবস্থান, সভা-সমাবেশ, মিছিল, সকল প্রকার ছড়ি বা লাঠি, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হল।’
রাজধানীতে সভা-সমাবেশের উপর নিষেধজ্ঞা প্রত্যাহারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এবিসি নিউজ বিডিকে বলেন, ‘দেশের সাধারণ মানুষের জান মালের নিরাপত্তার জন্য ডিএমপি এই নিষেধজ্ঞা দিয়েছে। ডিএমপি যখন দেখবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, মানুষের জান-মালের ক্ষয়-ক্ষতির আশংকা নাই, তখন প্রত্যাহার করে নেবে।’
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু এবিসি নিউজ বিডিকে বলেন, ‘সময় যখন হবে তখনই প্রত্যাহার করা হবে। আর প্রতদ্যাহার হলে দেখতে পাবেন।’
ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ এবিসি নিউজ বিডিকে বলেন, আমরা এখনও নাশকতার আশংকা মুক্ত নই। পরিবেশ-পরিস্থিতি স্বভাবিক হলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।