সংলাপের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে সংলাপের বিষয়ে যে আমন্ত্রণ জানানো হয়েছে তা এখনো বহাল রয়েছে। তিনি যেকোনো মুহূর্তে ফোন করে আসতে পারেন। বৃহস্পতিবার ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক শুরু হয়। প্রায় ২ ঘণ্টা চলে এ বৈঠক। বৈঠকে ব্যবসায়ী নেতারা প্রধানমন্ত্রীকে আবারো খালেদা জিয়াকে ফোন করে আমন্ত্রণ জানানোর কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী নেতাদের বলেন, আমন্ত্রণ দেওয়া আছে, তিনি (খালেদা জিয়া) যেকোনো সময় ফোন করে আসলে আমি আলোচনায় বসতে প্রস্তুত। নির্বাচনকালীন সরকার নিয়ে বড় দুই দলকে সমঝোতায় রাজি করানোর চেষ্টার অংশ হিসাবে প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠক করেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ, বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, আব্দুল আওয়াল মিন্টু, আনিসুল হক, এ কে আজাদ এ বৈঠকে উপস্থিত ছিলেন। নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর ফোনালাপের পর সংলাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ার প্রেক্ষাপটে উদ্যোগী হন ব্যবসায়ী নেতারা। এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করেন তারা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ