সরকার বিএনপিকে নির্মূল করতে চায়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন-নিপীড়ন ও হত্যার মাধ্যমে বিএনপিকে নির্মূল করতে চায় সরকার ।’

তৃতীয় দফায় ৮৪ ঘণ্টা হরতালের প্রথম দিন রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, ‘শুক্রবার রাতে আমাকে হত্যার জন্যই সরকারের পোষ্য গোয়েন্দা বাহিনী পেছন থেকে ধাওয়া করে। বিএনপির সব সিনিয়র নেতাদের বাসায় বাসায় গিয়ে তাদের আটক করার জন্য তল্লাশি চালায়। ইতোমধ্যে কয়েকজন সিনিয়র নেতাকে তারা গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে সব বিরোধী দলমতকে নিশ্চিহ্ন করে আবর সেই একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়। বিএনপির চেয়াপারসনের বাসার চারপাশে যেভাবে পুলিশ-র‌্যাব দিয়ে ঘিরে রেখেছে তাতে মনে হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে সরকার গৃহবন্দিই করেছে। এর আগে এই সরকার চেয়ারপারসনকে তার দীর্ঘদিনের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দিয়েছে।’

সরকার ক্ষমতায় থাকতে রক্তপিপাসু হিসেবে আবির্ভূত হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, ‘তারা বিরোধী দলের সব নেতাকর্মীকেই টার্গেট করে হত্যা ও গ্রেফতারের পরিকল্পনা করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতির জন্য সরকারই দায়ী। তারা এখন বিএনপির নেতৃত্বে গণঅভ্যূত্থানের ভয়ে বেপরোয়া হয়ে ওঠেছে। এই পরিস্থিতির জন্য উস্কানিদাতা হিসেবে সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দায়ী করছেন রিজভী।’

‘কার গায়ে গুলি চালাচ্ছেন’ পুলিশের প্রতি এই প্রশ্ন রেখে তাদের এই আচরণ বন্ধের আহ্বান জানান তিনি।

বিভিন্ন স্থানে হরতাল সমর্থনের মিছিলে পুলিশের গুলিতে আহত ও অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করায় রুহুল কবির রিজভী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এছাড়া দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালনেরও আহ্বান জানান তিনি ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ