নৈরাজ্য চালালে খালেদাকেও গ্রেফতার

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইনপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘হরতালে নৈরাজ্য অব্যাহত রাখলে বিরোধীদলীয় নেতাকেও বিএনপির শীর্ষ নেতাদের মতো গ্রেফতার করা হতে পারে।’ তিনি বলেন, ‘১৮ দলের যেসব নেতারা জেলের বাইরে আছেন তাদেরকেও একই ভাগ্য বরণ করতে হবে যদি তারা একই পথে হাঁটেন।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে রোববার দুপুরে  ‘সর্বদলীয় সরকার গঠনে বিরোধী দলের ভূমিকা, জনদুর্ভোগের হরতাল-আগামী জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধু একাডেমি এই আলোচনা সভার আয়োজন করে।

সংলাপ প্রসঙ্গে কামরুল ইসলাম বলেন, ‘সংলাপ ও সংঘর্ষ একই সঙ্গে চলতে পারে না। আর এসব সন্ত্রাসীদের সঙ্গে কিসের সংলাপ? তারা যদি বলে যে, আমরা মাফ চাই, ভালো হয়ে গেছি-তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আর তারাও তাদের আন্দোলনের পাশাপাশি একই কাজ করছে। নির্বাচনের দিকে সমগ্র জাতি তাকিয়ে আছে। যথাসময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পাশাপাশি একাত্তরের বিরোধিতাকারী শক্তির বিরুদ্ধেও আন্দোলন চালিয়ে যাবো।’

বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকের আন্দোলনের যে চেহারা তাকে আন্দোলন বলা যায় না। আন্দোলনের নামে মানুষ হত্যা, গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এরকম আন্দোলন আমরা কখনো দেখিনি। বিএনপি কোনো আন্দোলনের দল নয়, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। গণতান্ত্রিক কোনো কাজ তাদের দলে নেই।’

চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংগঠনের সভাপতি ও আওয়ামী লীগ নেতা হাজী সেলিম, সম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ