হরতালকে না বললে নেতা কর্মীদের মুক্তি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে হরতাল না দেওয়ার অঙ্গীকার করলে আটককৃত বিএনপি নেতাকর্মীদের মুক্তি মিলতে পারে বলে জানিয়েছেন পরিবেশ ও বন মন্ত্রী ড. হাছান মাহমুদ।
নিজ দফতরে রোববার যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পরিবেশ ও বন মন্ত্রী বলেন, ‘হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
তিনি পদত্যাগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে সাংবাদিকদের জানান, রোববার তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন এবং এসময়ই তিনি তার পদত্যাগ পত্র জমা দেবেন।
‘বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া গৃহবন্দি কি না’এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি গৃহবন্দি হলে নেতা কর্মীরা তার সঙ্গে বৈঠক করেন কীভাবে?’
তবে গণতান্ত্রিক দেশে হরতাল দেওয়ার প্রচলন থাকলেও হরতাল ডেকে হত্যা, নৈরাজ্য এবং সহিংসতার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।