সহিংসতা ছেড়ে নির্বাচনে আসার আহ্বান সিইসির

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, ‘সংবিধানের বেধে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে থেকেও শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব।  আশা করি, রাজনৈতিক দলগুলো সহিংসতা ছেড়ে শান্তিপূর্ণ নির্বাচনে অংশগ্রহণ করবে।’ নির্বাচন কমিশন সচিবালয়ে রোববার সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে লেভেল পেলেইং ফিল্ড বিষয়ে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর কমিশন লেভেল পেলেইং তৈরি করবে। আমরা ৪০-৪৫ দিন হাতে রেখে তফসিল ঘোষণা করব।’

দুই দলের সমঝোতার বিষয়ে সিইসি বলেন, ‘দুই দলের সমঝোতার বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না। আইনগতভাবে নির্বাচন করা কমিশনের দায়িত্ব। তবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। কেননা দেশবাসী সংঘাত চায় না, শান্তিপূর্ণ নির্বাচন চায়। তাই কমিশন আশা করবে, দেশের দুইটি প্রধান রাজনৈতিক দল জনগণের প্রতি দায়িত্বশীল ভূমিকা রেখে নির্বাচনে অংশগ্রহণ করবে। কমিশনও সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ নির্বাচন করতে চায়। সেই পথেই এগুচ্ছে কমিশন।’

সম্প্রতি হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিলের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘হাইকোর্টের রায় অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হয়ে গেছে। আরপিও অনুসারে রায়ের বিষয়ে গেজেট প্রকাশ করার নির্দেশ থাকলেও কমিশন জামায়াতের নিবন্ধন বাতিলের গেজেট প্রকাশ করবে কী না তা সুস্পষ্টভাবে  কিছুই বলা হয়নি। তবে জামায়াত যদি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে তারপর কোর্টের রায়ের ওপর ভিত্তি করে কমিশন সিদ্ধান্ত নেবে। আর যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তাহলে জামায়াত নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ