প্রধানমন্ত্রীর কাছে সোমবার মন্ত্রীরা পদত্যাগ পত্র জমা দিবেন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সোমবার মহাজোট সরকারের সব মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিবেন। সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রীসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর হাতে তুলে দিবেন পদত্যাগ পত্র। আজ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করার কথা থাকলেও তারা পদত্যাগ পত্র জমা দেননি। মন্ত্রীপরিষদের একটি সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সর্বদলীয় সরকার গঠন করতে বর্তমান মহাজোটের মন্ত্রীসভার সদস্যদের পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এমন নির্দেশনার পর মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলামসহ কয়েকজন প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। আজ রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরের পদত্যাগ করার কথা ছিল। এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত তারা প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দেননি বলেও সূত্র জানায়।

জনপ্রশাসন মন্ত্রনালয়ের একটি সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় সচিবালয়ে মহাজোটের নেতৃত্বাধীন বর্তমান সরকারের শেষ মন্ত্রীসভার বৈঠক শেষে সব মন্ত্রীরা প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগ পত্র জমা দিবেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ