প্রধানমন্ত্রী একদলীয় বাকশালী শান্তি চান

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ “প্রধানমন্ত্রীত্ব চাই না, দেশ এবং মানুষের শান্তি চাই” প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী তার পুলিশ দিয়ে বিরোধী দলের নেতাকর্মীর ওপর সরাসরি গুলি চালিয়ে তাদের ওপর নির্যাতন, নিপীড়ন ও হত্যা করে একদলীয় বাকশালী শান্তি চান।’

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা তৃতীয় দফা ৮৪ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকারের অব্যাহত নির্যাতন, গ্রেফতার, প্রত্যেক নেতাকর্মীর বাসায় বাসায় তল্লাশির নামে হয়রানির মধ্যেও জনগণের প্রত্যক্ষ অংশগ্রহনের মাধ্যমে সফলভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে সারা দেশের সঙ্গে রাজধানী বিচ্ছিন্ন হয়ে গেছে।’

রিজভী বলেন, ‘বিরোধী দলের শীর্ষ নেতাদের গ্রেফতার ও হয়রানির মাধ্যমে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়ে জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করে রেখেছেন প্রধানমন্ত্রী ও তার কুচক্রিনেতারা।’

তিনি বলেন, ‘সরকার সমঝোতার নামে হেয়ালিপনা করে সর্বদলীয় সরকার গঠনের নীলনকশার অংশ হিসেবে একতরফাভাবে নির্বাচন করতে তাদের দলের নির্বাচনী মনোনয়ন ফরম বিক্রি-বাণিজ্য শুরু করেছে।’

সারাদেশের মানুষ তাদের নিরাপদ ভোটাধিকার আদায়ে শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছে উল্লেখ করে রিজভী বলেন, ‘সরকার আমাদের নেতাকর্মীদের ওপর নিপীড়ন নির্যাতন অব্যাহত রেখেছে। হরতালের পক্ষে মিছিল করতে দিচ্ছে না। তারা আমাদের নেতাকর্মীদের দলীয় কার্যালয়ে আসতে দিচ্ছে না। তারপরও জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনের চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘নিরপেক্ষ সরকারের দাবি এবং দলের শীর্ষ নেতাসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে অবিরাম ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন সকাল থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

নয়াপল্টন বিএনপি অফিসের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। বিএনপি অফিসের মূল ফটকে তালা লাগানো। সাংবাদিকরা ভেতরে ঢুকতে চাইলে অফিস কর্মচারী আজাদ তালা খুলে দিচ্ছে। পুলিশের কড়া প্রহরায় থাকা বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক ছাড়া দলীয় নেতাকর্মীদের কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ