শেখ হাসিনা ক্ষমতা ছাড়লে সেটাই হবে জাতির জন্য শ্রেষ্ঠ উপহার
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা এবং ক্ষমতা ছেড়ে দিলে সেটাই হবে জাতির জন্য শ্রেষ্ঠ উপহার ।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে সোমবার দুপুরে বিরোধীদলীয় নেতৃবৃন্দের হয়রানি ও অহেতুক গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। কৃষক-শ্রমিক-জনতা লীগ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন তিনি প্রধানমন্ত্রীত্ব চান না, শান্তি চান, সেহেতু আমি আশা করব, তিনি এখনি ক্ষমতা ছেড়ে দিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।’
তিনি অভিযোগ করে বলেন, ‘সরকার বিরোধীদলীয় নেতাদের অযৌক্তিকভাবে গ্রেফতার করেছে। কেউ কেউ বলছেন তাদের হত্যার দায়ে গ্রেফতার করা হয়েছে, আবার কেউ কেউ বলছেন বিরোধী দল হরতাল প্রত্যাহার করলেই তাদের ছেড়ে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘হরতালে প্রচুর ক্ষতি হচ্ছে। আমরাও হরতালের বিপক্ষে। তাই বিরোধী দলকে বলছি আপনারা সকাল-সন্ধা হরতাল দিন, তাতে পণ্য ও দ্রব্য আমদানি-রফতানি করা সম্ভব হবে।’
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।