শেষবারের মতো বঙ্গভবনে রাষ্ট্রপতি

image_17574_0

ঢাকা: জন্মভূমি ভৈরবে প্রথম জানাজা শেষে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কফিন রাখা হয়েছে বঙ্গভবনে। শুক্রবার বেলা ১১টা ১৫ মিনিটে তেজগাঁও হেলিপ্যাডে নামে ১৯তম রাষ্ট্রপতির মরদেহবাহী হেলিকপ্টারটি। এরপর সেখান থেকে লাল-সবুজের পতাকায় মোড়ানো লাশবাহী গাড়িতে তাকে নেয়া হয় বঙ্গভবনে।

এখানে রাষ্ট্রপতিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন সার্কভুক্ত দেশের প্রতিনিধি, বিভিন্ন দেশের কূটনীতিক, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানের প্রতিনিধিরা।

জুমার নামাজের পর এখান থেকে রাষ্ট্রপতির মরদেহ নিয়ে যাওয়া হবে জাতীয় ঈদগাহ ময়দানে। বেলা আড়াইটায় সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। পরে মরহুম রাষ্ট্রপতিকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ