সর্বদলীয় সরকারের জন্য অগ্রীম পদত্যাগ
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ মন্ত্রীসভার সদস্যবর্গের পদত্যাগ পত্র জমা দেওয়ার বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, এ পদত্যাগের অর্থ মন্ত্রীসভা থেকে পদত্যাগ নয়। এটা আগ্রীম পদত্যাগ পত্র। প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া এই পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আমি সর্বদলীয় সরকার গঠনের অভিপ্রায়ে অগ্রীম পদত্যাগ পত্র প্রদান করলাম।’
সোমবার সচিবালয়ে মন্ত্রনালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, জমা দেওয়া পদত্যাগ পত্রের মধ্যে প্রধানমন্ত্রী যাদের সর্বদলীয় মন্ত্রীসভায় রাখবেন তাদের পত্র বাদ দিয়ে বাকিদের পদত্যাগ পত্র রাষ্ট্রপতির দপ্তরে পাঠাবেন। এছাড়া যারা নতুন করে সর্বদলীয় মন্ত্রীসভায় থাকবেন, তাদের শপথ নেওয়ার জন্য তালিকা রাষ্ট্রপতির কাছে পাঠাবেন। তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে সর্বদলয়ি সরকারে অংশ নেওয়ার আহবান জানান।