মন্ত্রীদের পদত্যাগ সংবিধান সম্মত হয়নি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ আইন বিচার ও সংসদ মন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ বলেছেন, মন্ত্রীদের পদত্যাগ সংবিধান সম্মত হয়নাই। তাদের পদত্যাগ পত্র রাষ্ট্রপতি বরাবরে করা হয় নাই। এই পদত্যাগ ছিল আনুষ্ঠানিকতা মাত্র।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইন বিচার ও সংসদ মন্ত্রনালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইন বিচার ও সংসদ মন্ত্রী বলেন, ‘সোমবার মন্ত্রীরা যে পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন, সেটা কোন পদত্যাগ পত্রই নয়। মন্ত্রীদের এই পদত্যাগ আমাদের সংবিধানের বিধান অনুযায়ী হয় নাই। তাদের পদত্যাগ পত্রে জমা দেওয়ার বিষয়টি ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা।’
‘এটা কি জাতীর সাথে প্রতারণা’ এমন এক প্রশ্নের জবাবে ব্যারিষ্টার শফিক আহমেদ বলেন, ‘এই পদত্যাগ সংবিধানের ৫৮’র ১ এর ‘ক’ ধারা অনুযায়ী হয় নাই। এই পদত্যাগ পত্র রাষ্ট্রিপতির কাছে জমা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হয় নাই।এই পত্রে রাষ্ট্রপতিকে এড্রেস করা হয় নাই।’
‘তাহলে এটা কি শুধুমাত্র প্রধানমন্ত্রীর কাছে রাখার জন্য দেওয়া হয়েছে’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘হ্যা এই পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর কাছে থাকবে।’
‘তাহলে কি পদত্যাগের জন্য আবার রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র লিখতে হবে’ সাংবাদিকদের এমন পাল্টা প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, ‘তা না, শুধু মৌখিকভাবে বললেই এই পদত্যাগপত্রই রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেওয়া হবে। রাষ্ট্রপতি এটিকে গ্রহন করলেই পদত্যাগ বলে বিবেচিত হবে।’
‘আমরা সাংবাদিকরা দেশের মানুষের জানার জন্য এই পদত্যাগ পত্রকে কি লিখবো’ এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা যা খুশি তাই লেখেন।’