মির্জা ফখরুলের জামিন আবেদনের শুনানি ১৫ জানুয়ারি
সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা : মতিঝিল ও সূত্রাপুর থানার পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন ঢাকার মহানগর দায়রা জজ আদালতে করা হয়েছে।
৯ জানুয়ারি ২০১৩ (বুধবার) সকালে ফখরুলের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া পৃথকভাবে দুটি আবেদন করেন।
আগামী ১৫ জানুয়ারি জামিন আবেদন দুটির ওপর শুনানি জন্য দিন ধার্য করেছেন বিচারক। অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া বলেন, ঢাকার সিএমএম আদালত মঙ্গলবারের জামিন না-মঞ্জুরের আদেশে ক্ষুদ্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন করা হয়েছে।
পল্টন ও শেরেবাংলা নগর থানার ২টি মামলায় হাইকোর্ট ২ জানুয়ারি ফখরুলের জামিন মঞ্জুর করার পর মতিঝিল ও সূত্রাপুর থানার দুই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১৭ দিন রিমান্ডের আবেদন করা হয়েছিল। রাজধানীর সূত্রাপুর থানার মামলাটি রাস্তায় গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগে এবং মতিঝিল থানার মামলাটি বিস্ফোরক আইনের ৩ ও ৬ ধারার।