গণজাগরণ মঞ্চের মহাসমাবেশ স্থগিত
ঢাকা, ২২ মার্চ: রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে গণজাগরণ মঞ্চের পূর্বঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে লাগাতার আন্দোলনে অংশ হিসেবে শুক্রবার এ মহাসমাবেশ হওয়ার কথা ছিল।
গত ৫ ফেব্রুয়ারি থেকে ৪৫ দিন ধরে শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলন করে যাচ্ছে তরুণ ছাত্রজনতা।
গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা বাপ্পাদিত্য বসু জানান, মহামান্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এ জন্য পূর্বঘোষিত মহাসমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে মহাসমাবেশের নতুন তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।