পাঁচ দিন পর গুলশান কার্যালয়ে খালেদা
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাঁচ দিন পর গুলশানের কার্যালয়ে গেছেন। টানা ৮৪ ঘণ্টার হরতাল শেষে বুধবার রাত ৮টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে নিজের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেন তিনি। জানা গেছে, দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করবেন তিনি। যদিও দলের শীর্ষ নেতাদের কয়েকজন কারাগারে আর বেশিরভাগ রয়েছেন আত্মগোপনে।
কার্যালয়ে আছেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ, এমএ কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞা, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা এবং বিএনপিপন্থী পেশাজীবী নেতারা।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও চোখে পড়ার মতো।
ধারণা করা হচ্ছে, আত্মগোপনে থাকা দলের শীর্ষ নেতারা গুলশান কার্যালয়ে গেলে বের হওয়ার পর গ্রেফতার হতে পারেন। এজন্য হয়তো অনেকেই গুলশানে নাও যেতে পারেন।