রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ

 

kaleda hamid president খালেদা হামিদসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বর্তমান রাজনৈতিক সঙ্কট নিরসনে রাষ্ট্রপতিকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়। সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাকালে তিনি এ অনুরোধ জানান।

রাষ্ট্রপতিকে খালেদা জিয়া বলেন, আপনি উদ্যোগ নিয়ে সংলাপের মাধ্যমে সমঝোতার ব্যবস্থা করুন। যাতে চলমান সঙ্কট নিরসনের পথ প্রশস্ত হয়।

বঙ্গভবনে আলোচনা শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে অপেক্ষমান সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির ভার
প্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় খালেদা জিয়ার গাড়িবহর বঙ্গভবনের ভেতর ঢোকে। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রপতির সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শুরু হয়।

খালেদা জিয়ার সঙ্গে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম নাজির আহমদ, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের চেয়ারম্যান মুহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ