মঞ্জুকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় পার্টি (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে তাকে বুধবার  নিয়োগ দেওয়া হয়।

সর্বদলীয় সরকারের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে সোমবার ৬ জন নতুন মন্ত্রী হিসেবে নিয়োগ পান। ওইদিনই একজনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর দুইজনকে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় আনোয়ার হোসেন মঞ্জুকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলুকে।

গত ১১ নভেম্বর আগামী দশম জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি)।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ