হাসিনাকেই ক্ষমতায় চায় ভারত
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘ভারত চায় শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। কেননা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশকে তাদের অধিভুক্ত রাজ্যে পরিণত করতে পারবে।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বুধবার দুপুরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী যুবদল এ অনুষ্ঠানের আয়োজন করে।
সজীব ওয়াজেদ জয়কে জাতীয় ভাগনে উল্লেখ করে তিনি বলেন, ‘ভাগনে মাঝে মাঝে দেশে আসেন। কিন্তু দেশে এসে তিনি কিছু উল্টা-পাল্টা কথা বলছেন। তার সঙ্গে আমি অনেক আগে মিশেছি কিন্তু এ রকম দেখিনি। ভাগনে পাকতে পাকতে শেষ পর্যন্ত আর পাকতে পারল না।’
শেখ হাসিনার সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, ‘শেখ মুজিব আর যাই করুক বা না করুক, দেশ বিক্রির কথা ভাবেননি কখনো। কিন্তু শেখ হাসিনা সেই কাজ করছেন। ভারতের কাছে পারলে তিনি বাংলাদেশের সবকিছু এখনই বিক্রি করে দেয়।’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের ব্যাপারে বেশি নাক গলাচ্ছেন। অতিরিক্ত বেফাঁস মন্তব্য করছেন। তিনি মূলত শেখ হাসিনার পক্ষপাত করছেন কেননা তার দেশের জন্য শেখ হাসিনা খুব গুরুত্বপূর্ণ।’
বিএনপি সব ষড়যন্ত্রের বিরুদ্ধে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা যত ষড়যন্ত্রই করুক না কেন, তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির অবস্থান। আমরা এ ষড়যন্ত্রের বিরুদ্ধে সবসময়ই কথা বলি।’
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘এ সরকার নির্বাচন নিয়ে প্রহসন করছে। তাদের এ প্রহসনের দরকার কী? তারা চাইলে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারে। কিন্তু জনগণ তাদের ক্ষমতায় থাকতে দেবে না। তাদের আরও ভয় আছে খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে। তাই এ দুইজনের বিরুদ্ধেও ষড়যন্ত্র করছে তারা ।’
সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল বারেক, আব্দুল খালেক, কেএমআই জলিল, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ।