বিরোধী দলের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকালীন সরকারে প্রধান বিরোধী দলের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। তারা আসবেন, এমন আশাই করছি। তারা যদি আসেন, তবে বিষয়টা আরো সুন্দর হয়।’

যোগাযোগমন্ত্রী জানিয়েছেন, আগামী নির্বাচনের তফসিল ঘোষণার পর মন্ত্রিসভা সম্প্রসারণ করার আর কোনো সুযোগ থাকবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে  এ কথা জানান তিনি।

নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা-সম্পর্কিত প্রজ্ঞাপন জারি আজই হচ্ছে, এমন তথ্য জানিয়ে কাদের বলেন, ‘এ সরকারের আকার ২১ থেকে ২৫ সদস্যের মধ্যে থাকবে। আজকের পর এ বিষয়ে আর কোনো ধোঁয়াশা থাকবে না।’

দফতর বন্টন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘পুরনো মন্ত্রীদের দফতর খুব বেশি হেরফের হবে না। আর দফতর বণ্টনের পরই নতুন মন্ত্রীরা সচিবালয়ে অফিস করবেন।’

যোগাযোগমন্ত্রী বলেন,‘সম্প্রতি দলীয় একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব গাড়ি ভাঙচুর সম্পর্কিত  বক্তব্যের মধ্য দিয়ে স্বীকার করে নিয়েছেন যে, বিএনপি এসব কাজে সম্পৃক্ত।’ গাড়ি ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে বিরোধী দলকে  আহ্বান জানান মন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ