দুদককে স্তব্ধ করার প্রয়াস সফল হবে না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সংশোধিত দুর্নীতি দমন কমিশন আইন, ২০১৩ এর মাধ্যমে কমিশনের কার্যক্রমকে স্তব্ধ করার প্রচেষ্টা চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন দুদকের কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চুপ্পু।

বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘আজকের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রেক্ষাপট ভিন্ন। এখন আমাদের মাঝে সেই আনন্দ-উচ্ছাস নেই। শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্যই এ অনুষ্ঠান করা হচ্ছে।’

তিনি বলেন, `দুদক আইন ২০০৪ এর ৩(২) ধারা অনুসারে এই কমিশন স্বাধীন ও নিরপেক্ষ কমিশন হবে। ২৪ ধারায় বলা হয়েছে, দ্বায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশন স্বাধীন থাকবে। এছাড়া সংবিধানের ২৭ ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। সেখানে সংশোধিত দুদক আইন ২০১৩’তে এমন একটি ধারা (সিআরপিসি ১৯৭) যুক্ত করা হয়েছে। এতে দুদকের কার্যক্রমকে স্তব্ধ করার চেষ্টা চালানো হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘দুদকের কার্যক্রমকে স্তব্ধ করার এ প্রয়াস কখনো সফল হবে না। এই প্রয়াস কখনো আলোর মুখ দেখবে না। এ দেশের মানুষ কখনো তা মেনে নেবে না। এক্ষেত্রে অবশ্যই জনতার শক্তি রুখবে দমন নীতি।’

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও প্রধান অতিথি ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, দুদক কমিশনার ও বিশেষ অতিথি ড. নাসিরউদ্দীন আহমেদ, কমিশনের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরীসহ কমিশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ