সংবিধানে সর্বদলীয় সরকার বলে কিছু নেই

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘সংবিধানের কোথাও সর্বদলীয় সরকার বলে কিছু নেই। এখন যে সরকার সেটা মহাজোটেরই সরকার।’

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে সচেতন শিক্ষক সমাজ আয়োজিত ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতীয় পর্যায়ে যে দুর্যোগ ও সঙ্কটের সৃষ্টি হয়েছে তা সমাধান করা দরকার। জাতীয় নেতৃবৃন্দ এটা তৈরি করেছেন, তাদেরকেই এর সমাধান করতে হবে এবং এটাই আমাদের দাবি।’

প্রত্যেক দল নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাবে বলে আশাব্যাক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. দিল রওশন জিনাত আরা নাজনীন বলেন, ‘আগামী দশম জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ আজ ভয়াবহ সঙ্কটের সম্মুখিন। সরকার বিরোধী দলের অনমনীয় মনোভাবের ফলে সঙ্কট আরো ঘণীভূত হচ্ছে। ইতিমধ্যেই পরিস্থিতির শিকার হয়ে প্রাণ হারিয়েছে শত শত মানুষ। বৈদেশিক বানিজ্য স্থবির হয়ে পড়েছে। চরম অবনতি হয়েছে আইনশৃঙ্খলা এবং জনজীবন হয়ে পড়েছে সম্পূর্ণ নিরাপত্তাহীন।’

তিনি বলেন, ‘সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মীমাংসিত এবং সর্বজন গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহনের ফলেই বর্তমান সঙ্কট তৈরি বলেই আমরা শিক্ষক সমাজ মনে করি।’

তিনি আরও বলেন, ‘সরকার ও বিরোধী দলের অনঢ় অবস্থানের কারণে দেশে ভয়াবহ রক্তপাত এমনকি গৃহযুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তাই উভয় জোটের কাছে আমাদের আবেদন দেশ ও মানুষের কল্যাণের কথা ভাবুন। ক্ষমতাকে বড় করে না দেখে আলাপ-আলোচনা মাধ্যমে সকল দলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনকালীন সরকার গঠন করুন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ