নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রজ্ঞাপন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ২১ মন্ত্রী ও ৭ প্রতিমন্ত্রীকে নিয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার বিকাল ৪টা ৩০ মিনিটে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন মন্ত্রিসভার সদস্যরা হলেন, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী বিভাগ-শেখ হাসিনা, অর্থ- আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা-একে খন্দকার, ভূমি ও দুর্যোগ ব্যবস্থাপনা-আমির হোসেন আমু, শিল্প গৃহায়ণ ও গণপূর্ত-তোফায়েল আহমদ, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ-মতিয়া চৌধুরী, বস্ত্র, পাট, বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি-আবদুল লতিফ সিদ্দিকী, স্থানীয় সরকার ও সমবায়-সৈয়দ আশরাফুল ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ-রাশেদ খান মেনন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা-রওশন এরশাদ, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান-ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, যোগাযোগ-ওবায়দুল কাদের, খাদ্য-রমেস চন্দ্র সেন, বাণিজ্য-জিএম কাদের, তথ্য ও সংস্কৃতি-হাসানুল হক ইনু, বেসামরিক বিমান ও পর্যটন-রুহুল আমিন হাওলাদার, পানি সম্পদ-আনিসুল ইসলাম মাহমুদ, শিক্ষা-গণশিক্ষা ও প্রাথমিক শিক্ষা-নুরুল ইসলাম নাহিদ, নৌ-পরিবহন-মুক্তিযুদ্ধ বিষয়ক-শাজাহান খান, বন ও পরিবেশ-ড. হাছান মাহমুদ, পররাষ্ট্র-এ এইচ এম মাহমুদ আলী, রেল ও ধর্ম-মুজিবুল হক।

প্রতিমন্ত্রীরা হলেন

যুব ও ক্রীড়া-মুজিবুল হক চুন্নু, মহিলা ও শিশু বিষয়ক-সালমা ইসলাম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক-দীপংকর তালুকদার, আইন বিচার ও সংসদ বিষয়ক-অ্যাডভোকেট কামরুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান-মুন্নুজান সুফিয়ান, সমাজ কল্যাণ-প্রমোদ মানকিন, স্বরাষ্ট্র-অ্যাডভোকেট শামসুল হক টুকু।

নিম্নোল্লিখিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি কর্তৃক তাদের পদত্যাগপত্র গৃহীত হয়েছে

(ক)  মন্ত্রী

(১)  ব্যারিস্টার শফিক আহমেদ

(২)  রাজিউদ্দিন আহমেদ রাজু

(৩) অ্যাডভোকেট সাহারা খাতুন

(৪)  সুরঞ্জিত সেন গুপ্ত

(৫)  ড. মহীউদ্দীন খান আলমগীর

(৬) রেজাউল করিম হীরা

(৭)  আবুল কালাম আজাদ

(৮) এনামুল হক মোস্তফা শহীদ

(৯)  দিলীপ বড়ুয়া

(১০) মুহাম্মদ ফারুক খান

(১১)  ড. মো. আব্দুর রাজ্জাক

(১২) ডা. আফসারুল আমিন

(১৩) ডা. আ. ফ. ম রুহুল হক

(১৪) ডা. দীপু মনি

(১৫) আব্দুল লতিফ বিশ্বাস

(১৬) মোস্তফা ফারুক মোহাম্মদ

(খ)  প্রতিমন্ত্রী

(১) অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান

(২)  ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অবঃ)

(৩)  স্থপতি ইয়াফেস ওসমান

(৪)  আহাদ আলী সরকার

(৫)  অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া

(৬) অ্যাডভোকেট আব্দুল মান্নান খান

(৭) অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

(৮) মো. মোতাহার হোসেন

(৯)  মোহাম্মদ এনামুল হক

(১০) মজিবুর রহমান ফকির

(১১) ওমর ফারুক চৌধুরী

(১২) মো. মাহবুবুর রহমান

(১৩) মো. আব্দুল হাই

(১৪) বেগম মেহের আফরোজ

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ