সাজানো নির্বাচনে নেই গণফোরাম

dr kamal ড. কামাল গণফোরামসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ গণফোরাম সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, ১৫ ফেব্রুয়ারি মার্কা সাজানো নির্বাচনে গণফোরাম অংশ নেবে না ।

নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের গণদাবি উপেক্ষা করে সরকার নির্বাচন নিয়ে নাটক করছে বলে অভিযোগ করেন তিনি।

শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।

ড. কামাল বলেন, ‘এক ব্যক্তির অধীনে নির্বাচনী প্রক্রিয়া চলছে। নির্বাচনকালীন সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষ ভূমিকা ও লেভেল প্লেয়িং ফিল্ড সুনিশ্চিত করা ছাড়া কোনো নির্বাচনই জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘দেশে একজনই সংবিধান বিশেষজ্ঞ আছেন। আজকে আপনারা এখান থেকেই ঘোষণা করে দেন টিভি ও রেডিওকে জানিয়ে দেন; আর কেউ এ দেশে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে দাবি করতে পারেন না। একজনই আছেন, উনি যা বলেন সেটাই সংবিধান আর উনি যেটাই করেন সেটাই সংবিধান।’

ড. কামাল অভিযোগ করেন, ‘সরকার ও বিএনপি জোট যৌথভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও লুটপাট করে যাচ্ছে। তারা নিজেদের ইচ্ছেমত সংবিধান পরিবর্তন করে এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। যার কারণে বিএনপি বা আওয়ামী লীগ কারো অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ