আশরাফকে আলোচনার উদ্যোগ নিতে বলেছেন রাষ্ট্রপতি
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের লক্ষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলোচনায় বসতে বলেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। শনিবার প্রকাশিত ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন এ খবর দিয়েছে।
১৯ নভেম্বর রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। জানা গেছে, ওই বৈঠকের পরই সৈয়দ আশরাফকে আলোচনার কথা বলেন রাষ্ট্রপতি।
প্রতিবেদনে নাম প্রকাশ না করেই আওয়ামী লীগের একজন নেতার বরাত দিয়ে বলা হয়, ‘অধিক গ্রহণযোগ্য’ নির্বাচনের লক্ষ্যে এটা প্রেসিডেন্টের ‘ব্যক্তিগত অনুরোধ’।
কারণ সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ বিষয় নিয়ে প্রেসিডেন্ট আনু্ষ্ঠানিক অনুরোধ করতে পারেন না। তবে ব্যক্তিগতভাবে কথা বলতেই পারেন।
প্রেসিডেন্ট আশরাফকে বলেছেন- বিএনপি এবং আওয়ামী লীগের ভেতর যে মতবিরোধটুকু আছে তা আলোচনার টেবিলে বসলে সমাধান হতে পারে।
এদিকে বৃহস্পতিবার সেনাকুঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আলোচনায় বসতে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “আলোচনা মহাসচিব পর্যায় কিংবা সিনিয়র নেতাদের মধ্যে হতে পারে।”
মির্জা ফখরুলও জানিয়েছেন, প্রস্তাব পেলে আলোচায় প্রস্তুত বিএনপি।