মন্ত্রণালয়কে রাজনৈতিক কার্যালয় করা যাবে না

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘মন্ত্রণালয়কে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করা যাবে না। নির্বাচন কমিশনকে সহায়তা করতে আমরা এসেছি। আমরা আমাদের এই কাজের বাইরে কিছু করবো না।’

সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রথম কার্য দিবস রোববার এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘জ্বালাও পোড়াও করে কিছু অর্জন করা যায় না। আমার বিশ্বাস, বিরোধী দলের সে উপলদ্ধি হয়েছে। আর সেই উপলদ্ধি থেকেই নির্বাচনে অংশ নেবে বিএনপি।’

আলোচনার পথ খোলা আছে উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা আলোচনার উদ্যোগ নিয়েছি। আলোচনার পথ এখনও খোলা রয়েছে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব নেওয়া আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘সবার অংশগ্রহণের লক্ষ্যে আমরা কাজ করছি। সেজন্য বিরোধী দলের প্রতি আমাদের আহ্বান রয়েছে। সেই প্রক্রিয়াও চলছে।’

নির্বাচনের লক্ষ্যে এই সরকার উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে হবে। নির্বাচনকে সহযোগিতার মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার জন্য মন্ত্রণালয় কাজ করবে।’

কর্মকর্তাদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা এখানে কোন নীতিগত সিদ্ধান্ত নেবো না। যদিও এটা অনেক বড় মন্ত্রণালয়। তবুও রুটিন মাফিক কাজ করবো।’

তিনি বলেন, ‘দায়িত্ব পালনের ক্ষেত্রে যাতে কোনো ধরণের প্রশ্ন না ওঠে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি নির্বাচনকালীন এ সরকারের সীমিত সময়ে অনিয়মের ঊর্ধ্বে থেকে সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহায়তা চান। সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরণের দাম্ভিকতার সুযোগ নেই বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ