টর্নেডোয় ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডোর ছোবলে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি।এতে ১০ টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও বিজয়নগর উপজেলার ওপর দিয়ে এই টর্নেডো বয়ে যায়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুলতানপুর পাতিরহাতা গ্রামের পত্তন গ্রামের লাভলী আক্তার (২৫) জরি আক্তার (২৫)।মৃতের সংখ্যা বাড়তে পারে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছে।
আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বিকেল সাড়ে ৫ টার দিকে সদরের সুলতানপুর মাছিহাটা ও বিজয়নগরের পত্তন ইউনিয়নে ভয়াবহ ছোবল হানে টর্নেডো। এর আঘাতে গুঁড়িয়ে গেছে কয়েকশ’ ঘরবাড়ি ও গাছপালা। বাড়ির দেয়াল ধসে এবং গাছ উপড়ে পড়ে এই হতাহতের ঘটনা ঘটেছে।