প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিতের দাবি

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিত রাখার বিধান করতে সংবিধানের সংশোধনী চেয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। বার কাউন্সিলের পক্ষে এক সংবাদ সম্মেলনে রোববার তিনি এ দাবি জানান।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘এখনও সময আছে জনদাবির প্রতি শ্রদ্ধা দেখিয়ে আগামী সংসদ নির্বাচন যাতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে পারে তার জন্য সমঝোতার ভিত্তিতে আশু ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি বলেন, ‘এই চরম সঙ্কটের একমাত্র সমাধান, রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্বাচনকালে স্থগিতের বিধান করে সংবিধান সংশোধন করতে হবে। শুধু মৌখিক আশ্বাসে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।’

খন্দকার মাহবুব বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতাকে চিরস্থায়ী করতে সংবিধান সংশোধন করে একদলীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে ক্ষমতাকে চিরস্থায়ী করার স্বপ্ন দেখছে। জনরোষে সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ নেই। প্রহসনের নির্বাচন হলে সেটা দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে না।’

তিনি বলেন, ‘প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করার অশুভ প্রচেষ্টার ফলে দেশ আজ চরম সংঘাতময় অবস্থায় পতিত হয়েছে। এই অবস্থায় সরকার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের দ্বারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি দমিয়ে রাখার যে প্রচেষ্টা চালিয়েছে। তা অবিলম্বে বন্ধ না হলে দেশে গণবিপ্লব দেখা দেবে। যার ফলে জনগণের জানমালের নিরাপত্তার অভাব দেখা দেবে এবং সরকারের পতন অনিবার্য হবে।’

সুপ্রিমকোর্টের সিনিয়র এই আইনজীবী বলেন, ‘আমরা আশা করি প্রধানমন্ত্রী অবিলম্বে দেশকে একটি সংঘাতময় অবস্থা হতে রক্ষা করবেন এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য ইতিবাচক পদক্ষেপ নিবেন।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনকালে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা স্থগিতের দাবির মাধ্যমে আমরা নিরপেক্ষ সরকারের দাবি থেকে সরে আসছি না। তার ক্ষমতা স্থগিত করলে সেটাতো কাউকে না কাউকে দিতে হবে।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ