ফরাসউদ্দিনের নেতৃত্বে পে অ্যান্ড সার্ভিসেস কমিশন

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ অর্থ মন্ত্রণালয় রোববার ছয় মাস মেয়াদি ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করেছে। এতে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করা হয়েছে।

এ কমিশন স্থায়ী পে কমিশন গঠনের রূপরেখা চূড়ান্ত করবে।

জাতীয় বেতনস্কেলভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাডার ও বিভাগের বেতন বৈষম্যের বিষয়গুলো চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে ‘পে অ্যান্ড সার্ভিসেস কমিশন’ গঠনের বিষয়টি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এর আগে জানিয়েছিলেন।

চেয়ারম্যান ফরাসউদ্দিনের নেতৃত্বে ১৭ সদস্যের পে অ্যান্ড সার্ভিসেস কমিশন কাজ করবে। এই কমিশনে ৩ জন স্থায়ী সদস্য, ১২ জন খণ্ডকালীন সদস্য এবং যুগ্ম সচিব পদমর্যাদার একজন সদস্য সচিবের কাজ করবেন।

কমিশনের সুপারিশের আলোকে ছয় মাস পর স্থায়ী পে কমিশন গঠন করা হবে। তবে ওই সময়ে বর্তমান সরকার থাকবে না।

বর্তমানে দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ১৩ লাখ। এর মধ্যে চাকরিতে সক্রিয় আছেন প্রায় ১১ লাখ।

গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা দেয়ার সময় একটি স্থায়ী পে কমিশন গঠনের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় সপ্তম পে কমিশন গঠন করা হয়। এরপর ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকুরেদের বেতন-ভাতা বাড়ানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ