অনভিজ্ঞ সিইসির অধীনে নির্বাচন নয়

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বিরোধীদলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বর্তমান সিইসি অনভিজ্ঞ। তার অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না। বিএনএফ’র নিবন্ধন দিয়ে তিনি চরম অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন।’

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আয়োজিত প্রতিবাদ ও নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ধানের শীষ সমর্থক ফোরাম এই নাগরিক সমাবেশের আয়োজন করে।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নির্বাচন কমিশন এখনও সিডিউল দিচ্ছে না। কেননা মূল জায়গা থেকে এখনও অনুমতি আসেনি। তাহলে তারা যেন আর সিডিউল না দেয়। কারণ আমরা এই নির্বাচনে যাব না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে ফারুক বলেন, ‘আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করে যদি মনে করেন আন্দোলন থেমে যাবে; তাহলে আপনি ভুল ভাবছেন। আপনি এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব কথা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা। মানুষ খুনের  কথা আপনার মুখে শোভা পায় না। আপনিই তো  ১৭৩ দিন হরতাল দিয়েছেন, লগি-বৈঠা দিয়ে মানুষ মেরেছেন। আর এখন আপনি সেই দোষ খালেদা জিয়ার কাঁধে চাপাতে চাইছেন।’

সংলাপের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যদি গণতন্ত্রের পক্ষের লোক হয়ে থাকেন তাহলে আমাদের আলোচনার দরজা এখনও খোলা আছে। তাহলে আপনারা কেন আসছেন না? সংলাপে আসুন, চলমান সঙ্কটের সমাধান করুন। সময় এখনো শেষ হয়ে যায়নি।’

ফারুক অভিযোগ করে বলেন, ‘দ্বিতীয়বার ক্ষমতায় গিয়ে শেখ হাসিনা তার সব অপরাধ ধামাচাপা দিতে চান।’

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি বলেন বিএনপির অনেক নেতাই নাকি মন্ত্রিসভায় যেতে চায়। তাহলে আপনি বিএনপির সেই ভাইরাসগুলো নিয়ে যান। তাদের বিএনপিতে দরকার নেই। এসব করে তো আপনারা আমাদের আন্দোল শেষ করতে চান।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি। অনেক ষড়যন্ত্র চলছে আমাদের বিরুদ্ধে। শুনেছি আমাদের নামে নাকি লিস্ট হচ্ছে। লিস্ট করার দরকার কি?  আমাদরে বলুন কোন থানায় যেতে হবে, আমরা চলে যাব। অহেতুক আমাদের পরিবারকে হেনস্ত করার কি দরকার।’

সংগঠনের সভাপতি মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খাইরুল কবির খোকন, সহ-তথ্যবিষয়ক সম্পাদক  হাবিবুর রহমান হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ