সর্বদলীয় সরকার বলতে বাধা নেই
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সর্বদলীয় সরকারে আসতে সব দলকে প্রস্তাব দেওয়া হয়েছে, তাই এটাকে সর্বদলীয় সরকার বলতে এখন কোনো বাধা নেই।’
সোমবার দুপুরে সচিবালয়ে নির্বাচনকালীন মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা প্রধানমন্ত্রীর এ বক্তব্যের কথা সাংবাদিকদের জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার এই বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিভিন্ন প্রত্রিকায় নানা ধরনের সংবাদের প্রেক্ষিতে আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলাম- বর্তমান সরকারকে কি হিসেবে অভিহিত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী বলেছেন, যেহেতু সর্বদলীয় সরকারে আসতে সব দলকে প্রস্তাব দিয়ে রাখা হয়েছে, সেহেতু এটাকে সর্বদলীয় সরকার বলতে কোনো বাধা নেই।’
সরকারের পক্ষ থেকে এর আগে বলা হয়েছিল, সর্বদলীয় বা নির্বাচনকালীন সরকার রুটিন ওয়ার্ক ছাড়া বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না। আজকের বৈঠকে এ বিষয়ে কোনো সিদ্বান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, ‘এ বিষয়ে আমাকে কোনো অনুশাসন দেওয়া হয়নি। তাছাড়া পারবে কি পারবে না সে বিষয়েও সংবিধানে কিছু উল্লেখ নেই।’