৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তফসিল কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণে ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে সোমবার বিকেলে নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ডিসেম্বর। বাছাই ৮ ও ৯ ডিসেম্বর এবং প্রত্যাহার ১৩ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৪ ডিসেম্বর এবং ভোট গ্রহণ হবে ৫ জানুয়ারি।
নির্বাচনী এলাকার সংখ্যা ৩০০ টি। মোট ভোটার সংথ্যা ৯ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার কোটি ৬১ লাখ ২৩ হাজার ৩১৮ জন ও মহিলা চার কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৭২।
রিটার্নিং অফিসারের সংখ্যা ৬৬ জন। সহকারি রিটার্নিং অফিসারের সংখ্যা ৫৫৭ জন।
প্রিজাইডিং অফিসার ও সম্ভাব্য প্রিজাইডিং অফিসার ভোট কেন্দ্র চূড়ান্ত হওয়ার পরে জানানো হবে। পোলিং অফিসারের সংখ্যা তিন লাখ ৫৮ হাজার ১০৬ জন। নিবন্ধিত দলের সংখ্যা মোট ৪০ টি।
উল্লেখ্য, এই ৪০ টি দলের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ফ্রিডম পার্টির নাম নেই।