দুই দলের সংলাপ জরুরি হয়ে পড়েছে
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার উদ্যোগ নেওয়ার কারণে দুই দলের মধ্যে সংলাপ আরো জরুরি হয়ে পড়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নুতন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মজীনা এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র কোনো পক্ষের কাছে সহিংসতা আশা করে না। অবাধ, সুষ্ঠু ও জনগণের দৃষ্টিতে বিশ্বাসযোগ্য নির্বাচন চায় দেশটি।