রাজধানীর বিভিন্নস্থানে যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ

bus on fire বাসে আগুনসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্নস্থানে যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। তফসিল ঘোষণার পরপরই বিএনপি কেন্দ্রীয় কার্যলয়ের সামনে দু’টি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর ৫টি ককটেল বিস্ফোরণ ঘটে।

বিএনপি কার্যালয়ের সামনে বিস্ফোরণে দেশ টিভির গাড়িচালক আব্দুল মালিক আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ৮টা ৫০ মিনিটে ফকিরাপুলে একটি ট্যাক্সিক্যাবে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনার পরপরই পুলিশ এসে সন্দেহভাজন এক যুবককে আটক করে।

রাত সোয়া ৯টার দিকে গাবতলী ও টঙ্গী জসিমউদ্দিন সড়কে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদরদপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। রাত সাড়ে ৯টার দিকে ফার্মগেট পুলিশ বক্সের সামনে পুলিশের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। একই সময় যাত্রাবাড়ী ডেমরা সড়কে কয়েকটি যানবাহনে আগুন দেওয়া হয়। ১৮ দলের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণার পরপরই রাজধানীর গ্রিন রোড এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধ সমর্থকরা। রাত সোয়া ৯টার দিকে কলাবাগান থানার গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টারের সামনে পরপর ৪টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসময় পথচারীরা ছুটোছুটি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারদিকে তল্লাশি শুরু করে। তবে কাউকে আটক করতে পারেনি। নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ