তফসিল পুনর্নির্ধারণের আহ্বান এরশাদের

সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তার প্রতিক্রিয়ায় বলেছেন, তফসিলে মনোনয়নপত্র পেশের যে শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব। তাই এই তারিখ পুনর্নির্ধারণ করতে হবে।

সোমবার রাতে এরশাদের প্রেস সেক্রেটারি সুনীলশুভ রায় স্বাক্ষরিত এক ই-মেইল বার্তায় এরশাদ বলেন, তফসিল ঘোষণার দিন থেকে মনোনয়নপত্র পেশের শেষ তারিখের মধ্যে অন্তত দুই সপ্তাহ সময় থাকা উচিত ছিলো। এখানে মাত্র এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে সব দলের পক্ষে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নের আবেদন গ্রহণ, তাদের সাক্ষাৎকার নেয়া কিংবা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করার পর ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল করা অসম্ভব।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জাতীয় পার্টির মনোনয়ন আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে ৩০ নভেম্বর। ০১ ডিসেম্বর তালিকা পত্রিকায় প্রকাশ করলে প্রার্থীরা জানতে পারবেন ২ ডিসেম্বর। একজন প্রার্থীর মনোনয়নের কাগজপত্র ঠিক করতেও ৩-৪ দিন সময় লেগে যায়। সেক্ষেত্রে ২ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন দাখিল শেষ করা যাবে না।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ