সমঝোতা হলে পুনঃতফসিল
সিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক সমঝোতা হলে প্রয়োজনে পুনঃতফসিল দেওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ। তিনি বলেন, দলগুলোর মধ্যে যদি সমঝোতা হয় তাহলে আবার তফসিল ঘোষণা করা যাবে।
মঙ্গলবার শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী বৃহস্পতিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।