শিবচরে পুলিশের পিটুনীতে মৃত্যুর অভিযোগ
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, মাদারীপুরঃ জেলার শিবচরে পুলিশের পিটুনীতে সিরাজ খান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশের দাবি সিরাজ পানিতে ডুবে মারা গেছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে শিবচর পৌরসভার নলগোড়া এলাকায় তাস খেলছিলেন ওই এলাকার ছয় ব্যক্তি। একটি মোটরসাইকেলে করে পুলিশের দু’সদস্য সেখান গিয়ে ‘জুয়া খেলা হচ্ছে’ অভিযোগ তুলে ধাওয়া করে দুই জনকে ধরে ফেলে। এদের মধ্যে পূর্বশ্যামাইল গ্রামের সিরাজ খানকে মারধর করলে ঘটনাস্থলে তিনি মারা যান। সিরাজ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ওই দুই পুলিশ সদস্যকে ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যান।
মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।
পুলিশ সুপার বলেন, আমরা জেনেছি পুলিশের তাড়া খেয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে পুলিশের মারধরে মৃত্যুর ঘটনা ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।