সোনারগাঁওয়ে পুলিশ-অবরোধকারী সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫০

Sonargoan সোনারগাঁও oborodh hortal protest police fire koktailরিপোর্টার, এবিসি নিউজ বিডি, নারায়ণগঞ্জঃ ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে  বুধবার সকালে উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা ও বাড়িচিনিশ এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে ১৫ জন গুলিবিদ্ধসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। এসময় উত্তেজিত নেতাকর্মী পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত চার প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

জানা গেছে, বুধবার সকালে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় থানা বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে কয়েশত নেতাকর্মী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাংচুর করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাইলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে প্রায় ১২৫ রাউন্ড গুলি ও টিয়াসেল নিক্ষেপ করে।পুলিশের গুলিতে থানা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সালাউদ্দিন সালু,  সহ-সাংগঠনিক সম্পাদক মাসুম, পৌর শ্রমিক দলের সভাপতি আঃ রহিম, ছাত্রদল নেতা খাইরুল ইসলাম সজিব, জামান, সোহেল, আবুল হাসেম রতন, তানভীর, পারভেজ, ছানাউল্লাহ ও পথচারী আলমগীর হোসেনসহ ১৫ জন গুলিবিদ্ধ ও অবরোধকারীদের ইটপাটকেল নিক্ষেপে সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক, ইমতিয়াজ, এএসআই মামুন ও আসাদসহ অর্ধশত আহত হয়েছেন। এসময় পুলিশ  ঘটনাস্থল থেকে শরিফ, তাবারক, অমর দাস, খোকন দাস ও জাহাঙ্গীরসহ পাঁচজনকে আটক করেছে । অন্যদিকে উপজেলার টিপরদি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোনারগাঁও থানা পুলিশের ব্যবহৃত (ঢাকা মেট্রো-খ-১১-৫৯৯০) গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে সটকে পড়ে। এঘটনায় থানায় দু’টি মামলার প্রস্ততি চলছে ।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ