পদত্যাগ করছেন না জাফর ইকবাল
রিপোর্টার, এবিসি নিউজ বিডি, সিলেটঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হক পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বিত পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানোর পর তারা পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকের পর উপাচার্য আমিনুল ইসলাম ভূঁইয়া শিক্ষার্থীদের জানান, শাহজালাল ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত পদ্ধতিতেই হবে। ভর্তি পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
উপাচার্যের সঙ্গে বৈঠকের পর জাফর ইকবাল প্রশাসনিক ভবনের বাইরে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বলেন, ‘সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত পরিবর্তন করে তা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাকাডেমিক কাউন্সিল থেকে আমাদের পদত্যাগর সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে। দেশের সর্বোচ্চ মহল থেকেও আমাদের একই অনুরোধ করা হয়েছে। তাই আমরা আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয়ে সুখে দুখে আনন্দে কষ্টে একসঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় পদত্যাগপত্র দিয়েছিলেন তারা।